সব আলো কেড়ে নিয়ে চলে গেলি
দিয়ে গেলি শুধু কটা মনভরা ভালোলাগা দিন
যত হাসি যত খুশি, যত ভালোবাসাবাসি
তোর সাথে হলো যে বিলীন,
কেন আসা কেন যাওয়া উজানেতে তরী বাওয়া
অবনীর গৃহপরে আলো জ্বলে মুখরিত সবে
তব গান ম্রিয়মাণ, তব স্হিতি বিস্মৃতি
নাই গেলে পুনরায় আসবি কি ভাবে !
ফেরে সেই নীলবাতি ভেলপুরী চানাচুর ,অপেক্ষা বহুদূর
টুংটাং আওয়াজের আখ মাড়া মেশিনের সারি
গলিমোড়ে মুচিটাও আগের মতোই ঠিক
খাটিয়ে বিবর্ণ ছাতা, মেলে তার নিত্য পসারী,
চুনখসা বালিখসা বাড়িটাও দম নেয় উঁকি মারে
কাছে ডাকে একফালি রোদ্দুরে আকাশে
কাকেরা পালক খোঁটে, গাঝাড়ে ব্যস্ত ঠোঁটে
উড়ে বসে চিলেকোঠা ল্যাম্পোষ্ট ভেজা কার্নিশে ,
চারদিন কেটে যায়, আরোদিন অপেক্ষায়
সকালের বাতাসে ভাসে গরম ভাতের সোঁদা গন্ধ
সেই ঘড়ঘড় ট্রাম, বাসে ভিড় রাস্তা জ্যাম,
ফিরে আসে চারদিন ভূলে যাওয়া জীবনের সেই চেনা ছন্দ,
আবার আসবি যবে, এখানেই দেখা হবে
এভাবেই আরো চার গেয়ে যাবে নতুনের ধারাপাত,
বাকিদিন বুকভরে নেবে শ্বাস, এ চারের স্নিগ্ধ সুবাস
ভুলে যাবে সবকিছু চাওয়া পাওয়া সুখ দুখ অনুপাত।।