কিছু জমাট বাঁধা বদ্ধ বিকেল
সন্ধ্যে ঘনিয়ে এলে,
একদিন জমা রেখে আসি নদীর কাছে।
ললিত বাতাস চোখ ছুঁয়ে যায়,
যেন অতিক্রান্ত বেদনা,
যেন নরম কোমল কণ্ঠে বেলা ফুরোবার গান;
উদাস লাগে।
নদীর যত জল দেখি মনে হয় বিনীত অশ্রু
নদীর যত চর দেখি মনে হয় বুকের পাথর
নদীতীরে যত বসতি দেখি মনে হয় হারানো শৈশব।
উদাস লাগে।
সবার দুঃখ জমা করে রাখা
নদীর দুঃখ-
জানতে ইচ্ছে করে।