(১)
আমার ডায়েরিটা আমার প্রিয়
তার নরম তুলতুলে শরীরের জন্য ।
আমার প্রিয় সে
প্রয়োজনীয় কিছু তথ্য সংরক্ষণের জন্য,
যা আমি ভুলে গেলেও, সে ভুলেনা,
প্রয়োজনে আমাকে সাহায্য করে ।

(২)
তার প্রসংশাকারীনিও আমার খুবই প্রিয়
কেন প্রিয় সে, তা লিখতে গেলে
দিস্তার পর দিস্তা কাগজ ফুরোবে
কলমের পর কলম ফুরোবে
কিন্তু: কারণ শেষ হবেনা ।

(৩)
সংক্ষেপে এটুকু বলতে পারি,
শরীর ও মনে সে চিরসবুজ
তার এই সবুজতার ঢেউ
আমার শরীর ও মনে তোলপাড় ঘটায়।
জাগিয়ে দেয় পুরুষত্ব, ভাবিয়ে দেয় মনকে ।

(৪)
সে মনোমোহিনী, মনোহরিণী আলেয়া
আলোর লোভ দেখিয়ে পতঙ্গের মতো পুড়িয়ে মারে।