'‍নাও, ঘোড়া, নারী- যখন যার হাতে' তখন তারই
এই প্রবাদ শুনেছি বারবার-ই ।

আজ চারিদিকে পেতে কান
শুনি, শুধু সংবিধান! সংবিধান!!

সংবিধান তুমি কার
তুমি বিধান, না হাতিয়ার?

তুমিও কি তার
যখন হাতে যার?