আমি মিথ্যে বলিনা
তার মানে এই নয় যে,মিথ্যে বলাটা খুব কঠিন।

আমি ভন্ডামী করিনা
তার মানে এই নয় যে,আমি ভন্ডামী পারিনা ।

আমি কাউকে ঠকাইনা
তার মানে এই নয় যে,ঠকাতে পারবনা ।

আমি কাউকে আঘাত করিনা
তার মানে এই নয় যে, আঘাত করার শক্তি আমার নেই ।

আমি কাউকে ছোট করিনা
তার মানে এই নয় যে,কিভাবে ছোট করতে হয় তা জানিনা ।

আমি কাউকে হারায়না
তার মানে এই নয় যে,হারানোটা খুব কঠিন ।

আমি কারো সামনে দাঁড়াইনা
তার মানে এই নয় যে,সামনে দাঁড়ানোর সৎসাহস আমার নেই ।

আমি পরাজিত হয়
তার মানে এই নয় যে,আমার জয়ের যোগ্যতা নেই।