আমি মূর্খ রাখাল এক ।
যুক্তিতর্ক বুঝিনা অত
গরু চড়ানোর মত । তবে বিশ্বাস করি স্রষ্টা আছে
তিনি অধরা বিজ্ঞানের কাছে ।
আপনাকে একটা প্রশ্ন আছে কারো স্ত্রীর সন্তান তার ঔরষের
এটার বৈজ্ঞানিক প্রমাণ করার কাজ পৌরষের ।
কিন্তু তানা করে, কেন বলে সন্তান তার
একটাই প্রশ্ন,জানতে চাইনা কিছু আর?