ভেঙ্গে যাক তীর ভেসে যাক তরী
রজপথ ছেড়ে যাবনা আমরা বাড়ি
চেয়েছি আজ কোটা মুক্তির দাবি
কতকাল আর কাধে ভর করে রবি

আন্দোলনি হয়ে নেমেছে ছাত্র সমাজ পথে
স্বৈরাচারী হয়ে পুলিশ ছুটেছে তার সাথে
আমার ভাই-বোনের রক্তে ভিজেছে জামা
অত্যাচারীরা বলেছে, লাঠি ভাঙতে নেই আমাদের মানা

এ কেমন বাংলা, এ কেমন বাঙালি
ভেঙে যাক তীর ভেসে যাক তরী
চেয়েছে যারা কোটা মুক্তির দাবি
বলেছে তাদের রাজাকার তোরা, তোদের কিসের দাবি

কোটার দাবিতে গিয়েছে যাদের প্রাণ
সে কোটা প্রত্যাহার আমাদের সম্মান
বাংলার মাটিতে আজ রক্তের ঘনঘটা
জবাবদিহিতাই হাইকোর্টের মুখে তালা আটা

বিকৃত সুরে বলেছে তোরা রাজাকার
কোটা মুক্তি আজ আমাদের অধিকার
ভেঙ্গে যাক তীর ভেসে যাক তরী
রজপথ ছেড়ে যাবনা আমরা বাড়ি