চারদিকে নারী স্বাধীনতার নামে কতনা প্রহসন
মিটিং-মিছিল লম্বা চওড়া কলাম কাগজের পাতায়।
সত্যি কি তুমি স্বাধীনতা পেয়েছো নারী ?
এ কোন স্বাধীনতা তোমার ললাটে!
যে তুমি আজও দেবদাসী প্রথায় ভোগ্যপণ্য!
যে তোমাকে আজও অগ্নি পরীক্ষা দিতে হয় পুরুষের নিকট।
এখনো সতীদাহ,বাল্যবিবাহ প্রথার হতে হয় বলী,
রাস্তা-ঘাটে শরীরি প্রেতাত্মারা ঔৎ পেতে থাকে
তোমাকে আস্বাদনের জন্য
কেন টিভির পর্দায় তোমার আভূষণের
শিরচ্ছেদ করা হয় প্রতিনিয়ত;
খবরের কাগজে তোমার বিভৎসতা দর্শনে
বিজলীর মতো চমকে যায় হৃদয়টা
এ কেমন স্বাধীনতা নারী!
কেন আজও তোমাকে নতুন সূর্য দেখাতে
এতো কৃপণতা বোধ করে সমাজ;
কেনই বা রান্নাঘরের চারদেওয়ালের
উনুনের ধোঁয়ার সাথে ধূমায়িত হয়
তোমার বুকফাটা কান্না।
কেন আজও তুমি সান্ধ্য ধূপের মতো
নিজেকে দিচ্ছো সমাজের জন্য বলী!
ভ্রষ্টজন্ম স্বাধীনতা নিয়ে শুধু কাঁদো আর কাঁদো।।