::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১) #সিনকোয়াইনঃ

রাজনীতি
রাজার নীতি
এক ঝাঁটা ভালোবাসা
প্রজার জন্য আছে রাখা
রাজনীতি।

==========================
২) #এপিগ্রামঃ

জীবন সে তো, নিম্ন পানে, শুধু বয়ে যায়
আমরা মিছে, অহংবোধে, ঊর্ধ্ব পানে ধায়।

==========================
৩) #লিমেরিকঃ

ইভের গর্ভে জন্মেছি মোরা
আদমের জিকির হয়রে করা
সূর্যের আলো
শক্তি দিলো
অচিনকে নিয়ে চলে পাঁয়তারা।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::