তোমাকে চেয়েছি গোধূলী সায়াহ্নে
       তোমাকে চেয়েছি কাশ ফুলের নরম ছোঁয়ায়
       তুমি কি দিতে পেরেছো তা ! পারোনি,
       ফণীমনসার কাঁটা'ই ফুটিয়ে গেলে শুধূ
       মোর হৃদয় মসজিদে।


       তোমাকে প্রথম যেদিন দেখে
       এই আঁখি তারা,
       হৃদয় ভেসে যায় স্বপ্নের পুলিনে
       সেতারের তারের মূর্চ্ছনার লহরী
       সৃষ্টি করেছিলো হিমালয় পর্বত।


       সেই তার'কে তুমি দিলে ছিঁড়ে !
       জীবন'কে করে তুললে সুরহীন।


        আমার বেদনা বায়ু ভরে
        তোমার বীণাতে দেয়'কি নাড়া ?
        আমার নিভৃত আঁখি জল
        ঝরায় (?) তোমার আঁখি ধারা !


এখন    আমি নিশীথে নির্জনে একাকী
          রাতের আকাশ অপলক দৃষ্টিতে
          আছে চেয়ে আমার পানে,
          তারারা অশ্রু বর্ষণ করে আমার লাগি।