কে জননেতা,আর কে অভিনেতা,বোঝা ভীষণ দায়
অভিনয় চলে হর পল
দেশে এখন এটাই চল
জনতার জমায়েতে,বক্তবে ভাসে বেহেন অর ভাই।
মুখে আপ্তবাক্য,ঝলমলে হাসি,মনের ভিতর ক্লেদ
ভোটের আগে লাগে সাধু
ভোট শেষে দেখায় যাদু
শিয়ালাসনে বসে,খায় পোলাও,বাড়ায় ভুঁড়ির মেদ।
কত প্রতিশ্রুতি,আলাদিনের চিরাগ হাতে,দারিদ্র মুক্তি
আনবো শুভদিন নয়তো দূর
স্বপ্নের ঘোরে জনতা হয় চূর
ছলনার বাক্যবাণে,সাধা-সিধে মানুষের,বাড়ে ভক্তি।
দিন যায় মাস যায়,যায় বছর তবু হয়না কিছু প্রাপ্তি
গরিব আরো গরিব হয়
ধনী ধনবান তবুও ভয়
দরিদ্র জনতার ভাত কাপড়ে,কর্ম যজ্ঞে,হয় না ব্যাপ্তি।
যুব সম্প্রদায়-তিলে তিলে ধ্বংস হয়,কর্ম হীনতায়
মেধা হয়ে যায় গাধা
চাকরি চাও,ধর দাদা
উৎকোচ নয়তো অন্যায়,সেতো নেতার অন্য আয়।
নেতার হয়ে বেগার খাটলে,করতে পারলে সময় ব্যয়
ভাগ্য যদি হয় ভালো
পাবে তুমি,তার আলো
খারাপ হলে,অন্তঃদ্বন্দ্বে হবে যে তোমার,শ্মশানে ঠাঁই।
শাসনের নামে শোষণ,অত্যাচার চলছে,নিয়ত খালি
অগ্রগতির ধারার হয় অবনমন
বিজ্ঞাপনেই শুধু হচ্ছে উন্নয়ণ
অপেক্ষা বৃথা যায়,নয়া বোতলে শাসন হচ্ছে বিলি।