তোমার প্রেমে পড়িনি কিন্তু ভালোবেসেছি চিরকাল
কাছে থেকে তোমার চোখের জল মুছে দিতে পারিনি,
আটকানোর চেষ্টা করেছি দূরে গিয়ে।।
এক পথে চলিনি তোমার পায়ে পায়ে
কিন্তু সমান্তরাল পথ বেয়ে চলেছি
তোমার অগোচরে তোমারই পাশাপাশি।
তোমার দেখা স্বপ্নগুলোকে আপন করতে পারিনি ঠিকই...
কিন্তু বন্ধ পাতায় মন দিয়ে ভেবেছি।
তোমাকে সঠিক পথ ধরিয়ে দিতে পারিনি ঠিকই
কিন্তু তোমার জন্য অনেক পথ সৃষ্টির চেষ্টা করেছি।
তোমার প্রেমে পড়িনি বলে এই নই-
যে তোমাকে ভালোবাসিনি।।