আমি কান পেতে শুনি
রূপালী বৃষ্টির রিমঝিম শব্দ-
আমার চেতনার ধমনী বেয়ে
সেই শব্দ ওঠে।
শব্দ ওঠে
পাহাড়ের শ্বেত-শুভ্র নাভিতে
শব্দ ওঠে
নদীর নরম হিয়ার মাঝে।
রূপালী বৃষ্টির শব্দে
আমি স্নান করি,
রাগ মোচন হয়
উষ্ণ-তপ্ত শরীরের।
ভালোবাসা-
এবার তুমি এসো
তোমাকে গায়ে মাখি
সুগন্ধি সাবানের মতো।
🔵 রচনাকালঃ ০২/০৪/১৪০৬
স্থানঃ জয়পুর