কান্ডারী তুমি এনেছিলে রুদ্রকাল
আরবার এসে তুমি ধরোনাগো হাল !
বিদ্রোহের হলপেনে দেয় না কেউ শান
কন্ঠে কারো ঝরে না আজ আদি অগ্নিবাণ !
হৃদয়ে ধুমকেতু জ্বলেনা যে আজ
শাসকের শাসানিতে মহা দাগাবাজ !
সম্প্রীতি হেথা আজ রহমেতে কাঁদে
দাড়িবাজ,ঝাড়িবাজ জাল ওই ফাঁদে !
পাঁঠা-খাসি, লাঠালাঠি,করে যত ফাটাফাটি
এক বৃন্তে দুটি কুসুম,খুনে খুনে হাসাহাসি !
সর্বহারার পাশে বলো দাঁড়াবে কে আজ
ঢাকি কোথা মুখ আমি,লাগে বড়ো লাজ !
পাঁচতারার তেতলায় মহা ভুরি ভোজ
নিরন্ন মানুষ,নীচে খোঁজে উচ্ছিষ্ট রোজ !
অসহায় মানুষ আজ রহমত মাগে
আল্লার আরশ হোথা কম্পনে জাগে !