চুলকানিরও সীমা থাকে
সহ্যেরও ধৈর্য্য থাকে,
তোমারটা খুন-গোস্তের
আর আমারটা আন্ডা-পোস্তের ?
করিওনা হেলা
বাড়িয়োনা জ্বালা
তোমার ভাঙলে বাঁধ
ভাঙবে বাঁধ আমারও।
বন্যা তখনই আসবে
যখন সহ্য অসহ্যে কাঁপবে
ভাসবে তুমি,ভাসবো আমি;
বিভেদের রঙ কতক্ষণ বয়বে ধারা ?
দুটি বিভাজন মিশে যাবে তখন,
প্রলয় তান্ডব যখন হবে সারা।