বৃক্ষ যে করে প্রাণ বায়ু দান,বোঝে কয়জন
অক্সিজেন কিনতে হলে বুঝবে বুঝবে তখন!
সভ্যতার বিকাশের নামে নির্গত কালো গরল
ধারণ করছে নিজ বক্ষে,রাখছে বাতাস নির্মল।
হাজার বছর ধরে মানুষ মুছে যাচ্ছে সবুজ রঙ
জ্ঞান চক্ষু কবে খুলবে,নাকি সকলি অবুঝ ঢঙ?
নির্দ্ধিয়ায় করছো যে ভাবে সবুজ অরণ্য ছেদন
আসছে রুক্ষ দিন যখন করবে মরুতে রোদন!
ঝড় বৃষ্টি মাথায় করে সে থাকে যে দাঁড়িয়ে
ফুলের গন্ধে পাতার ছন্দে দেয় মন ভরিয়ে।
ফল,ঔষধ দান করে রাখে সে প্রাণ সজীব
বন্ধু বিনা জীবন তোমার হবে নাকি নির্জীব?
পথিকের ক্লান্তিকে শ্রান্তি দেয় কার সে আঁচল
খুন করে বৃক্ষ প্রগতির রথ থাকবে কি সচল?