আজ আমি বিজনে বসে একা
ভাবি শুধু তোমারই কথা-
তুমি আমি দেখেছি কত
গোধূলি রঙ মেখে গায়ে,
পরিযায়ী পাখির আনাগোনা।
হেমন্তের জোছনার বারিপাত
মেখেছি একসাথে,এক দেহ ও প্রাণে,
তোমাকে আবৃত্তি করে শুনিয়েছি কত
প্রেমজ্য কবিতা,
তোমার শীতল পাটি কোলে মাথা রেখে।
তুমি বলেছিলে-
আমার কবিতা,হেমবর্ম তোমার নিকট,
তাই আমার কবিতার ডালপালা
তোমার হৃদয়ের গভীরে,পাতার মধ্য দিয়ে
ঝিলমিল করে যাক;
যেভাবে শান্ত দীঘি ধরে রাখে চিরকাল-
বুকের গভীরে সান্নিধ্যের ওই নীল আকাশ।
এসেছে কত রম্য সকাল
উড়িলো কপোত অম্বরে -
আসোনি শুধূ তুমি !
তবুও আমার কবিতা লেখা হবে
তোমারই ধেয়ানে।