আলেয়ার আলো তুমি
এসেছো ধরণীর মাঝে
মায়াবী-মানবী রূপ লাবণ্য লয়ে ;
নিখিল-নন্দন উঠিল বাজি
তোমার ঐ আগমন লাগি।
অগাধ রূপসাজে সাজালো
কোন বিধাতা তোমারে !
তোমার ওই অসীম রূপের ডালি পশিয়া
কোন সে দেবতার লাগি আছো গো বসিয়া।
কোন সে দেবতার পাদপদ্মে
দেবে ওগো প্রেমাঞ্জলী ভরিয়া ;
আমি কি নই সেই জন ?
তুমি বোঝনা কেন !
কার তরে গিয়াছি ছুটিয়া বারম্বার
তোমারও আলয়ে,
শূন্য হৃদয় মম এসেছে ফিরিয়া
তোমা বিনা।
তোমার ভালবাসার লাগি
ভিক্ষুক হয়েছি আমি আজি,
তৃষিত হৃদয় যে আমার
গিয়াছে শুকায়া তৃষ্ণায়
ভাগ্যহীনা চাতকের মতো।
দাওনা ওগো প্রেয়সী
ভালবাসার রসে সিক্ত
এক ফোঁটা পদ্মরেণু
মধূকর হয়ে করিব পান
করবে যে মোর জীবন দান।
খোলো সেই সুপ্ত আঁখি যুগল
দেখ মম মদন মন্দির,নয়ন মেলিয়া
হাজারও আলোক বর্তিকা জ্বালায়া
রেখেছি সযত্নে কোন দেবীরে;
ভুল করোনা যেন আরশী ভাবিয়া
বিদীর্ণ-বিকীর্ণ করিয়া যেন
মোর ভালবাসাকে ফেলিওনা হেলায়
আমারই আঙ্গিনায়।
থাকি সদা মগ্ন মনে
কোন সে শুভ ক্ষণে
লভিব প্রীতি,
কন্ঠে মোর ধ্বনিত হবে মঙ্গল্য গীতি।