প্রেম যেন এক হীরামন পাখি
সুখের সন্ধানে সব সম্পর্ক সে ফাঁকি দেয়।
হৃদয়ের ক্ষুধিত কান্না তাকে ফেরাতে পারেনা!
সুখের নিকট প্রেম,মায়া যেন দুই মেরু।
বিস্তর ফারাক।
প্রেম যেন এক নিউট্রন।অবিচল !
ইলেকট্রন যতই ঘুরুক নিউক্লিয়াসের চারপাশে।
শুনেছি প্রেমেরও আবেশ আছে চুম্বকের মতো।
লোহার বুকেও প্রেম সঞ্চারিত হয়।চুম্বক আবেশে।
বিভেদের সীমান্ত পিলারও প্রেম সঞ্চয় করে,
দুই পাড়ের কাঁটা তারকে মেলানোর জন্য।
তাহলে ভালোবাসা পারেনা কেন আবিষ্ট করতে?
করলেও স্ক্রু ড্রাইভারের ডগায়
ঝুলন্ত স্ক্রুর মতো ক্ষণস্থায়ী।
স্খলন অনিবার্য এক প্রশ্বাসের ভরে।
এমন তো চাইনি আমি,চাইনি কোনো দিন!
যেমন করে কাঁচা লোহা মাটির বুকে তীব্র-
প্রতিক্ষায় শক্তিশালী চুম্বকে পরিণত হয়।
আমার অতন্দ্র প্রতীক্ষার চুম্বকত্ব,তাকে কি-
আকর্ষণ করতে পারবেনা চুম্বকের মতো!
হৃদয়ের সূক্ষ্ম স্নায়ু কয়েলের মাঝে
ঘুরছে স্মৃতি,আর্মেচারের মতো।
জানি এই ঘুর্ণনে শুধু খর জলই ঝরবে!
প্রশান্তির মৃদু জল অধরাই থাকবে।
নিউটনের তৃতীয় গতি সূত্র মিথ্যে!