মাস্ক পরলে, ঢুকবে না ধোঁয়া, ফুসফুস ও নাকে
হাত কভারে,সূর্যের তেজ ঊর্বশীর লাগেনা হাতে
সানস্ক্রিন লোশনে বেগুনি রশ্মি শোষেনা'ক মুখে
ওড়না গলায়!কি লাভ হয়,দরকার'ত জানি বুকে!
ধনী গরিবের পার্থক্যটা পোশাকেও দেখানো যায়
তাই স্কুল কলেজে ইউনিফর্ম সকলের পরা চাই।
পর্দা দেখলে কাদের যেন ভীষণ রকম গা জ্বলে!
সৌন্দর্যটা মুফতে তাদের দেখা হয় না কো বলে;
রাস্তায় যায় কার মেয়ে,নেওয়া যায় না তো তলব!
নিরাভরণ মুখ খানা যদি হয় চাঁদোয়া;শরীর পেলব,
গফুরের মেয়ে আমিনা হলে কোনো কথা না মানে
ছলে বলে কৌশলে ধনীর ছেলের প্রতিশ্রুতি বাণে।
খাওয়া-দাওয়া হয়ে গেলে ছুড়ে ফেলে দেয় ড্রেনে
কোন সুধী জন বলো,বউ করে ঘরে তুলে আনে।
ক্ষতি যার হল আজ ফিরবে না তো কক্ষনো আর
আইনের হাত বলো ফিরিয়েছে সম্ভ্রম কবে,কার?
আইন কক্ষ-সমাজ বক্ষ উল্টে তির্যক বুলি আওড়ায়
তবুও পর্দা প্রথা অসামাজিক বলে তারা বুক চাপড়ায়।
'জুতা আবিষ্কার' কবিতাটি স্মৃতিতে রয়েছে কি কারও
তাই ভড়ং ছেড়ে আপন শরীরটা আগে পর্দায় ঢাকো।