মগ্ন চোখে,ভগ্ন বুকে
কল্পতরু সৃষ্টি সুখে,
অভ্রভেদী শীতল ফেণী
বিষ ছড়াচ্ছে অন্ধ জ্ঞানী।
অম্ল মনে,কল্কি যানে
যজ্ঞ করে দ্বন্দ্ব আনে,
কল্প জ্ঞানের মিথ্যা বাণে
অহংবোধে আকাশ পানে।
শ্রান্ত ক্ষণে,রিক্ত প্রাণে
ক্লান্ত শরীর শান্তি আনে,
চিন্তা চেনা ছকে আঁটা
মুক্তি সেথা পায়না দেখা !
অজ্ঞ বামুন,মূর্খ মিঞা
রঙ চুবাকে চাদর লায়া,
শূন্য পেটে,কাঁদছে মানুষ
ধর্মগুরু ঝাড়ছে ফানুস।
যক্ষ্মা সাজে,রক্ষা নাচে
ধোঁয়া যেথা বন্যা আনে,
মোহ হেথায় কল্কি টানে
হিংসা ছড়ায় দৈব জ্ঞানে !
ভক্তরা সব পড়ছে লুটি
অস্ত্র হাতে যাচ্ছে ছুটি;
রাম রহিমের পৈতে টুপি
পথের ধারে পড়ছে টুটি।
নেতার হাতে ভোটের ঘুঁটে
দাঙ্গা জুড়ে ফায়দা লুটে ;
ধান্দা বাজের মন্দ ফাঁদে
রক্ত যে তোর দ্বেষে কাঁদে !
তামাম বিশ্ব আনায় কানায়
সৃষ্টি সুখের ফলক বানায়;
ভারত হেথায় উল্টো রথে
ধর্মের মোহ বাঁধছে পথে।