কাল যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলো
আগামী কাল দেখা হবে বলে,
তাঁদের প্রতিশ্রুতি বেতার তরঙ্গ হয়ে
আয়ন স্তরেই রইল জমে !
প্রিয়'র হাত প্রিয়ার সিঁথিতে
রাঙা ফুলের রেণু ভরাতে পারলোনা
তেজষ্কিয় আবর্জনার মতো
জমে রইল প্রিয়ার বুকে !
তাঁদের ভালোবাসার অঞ্জলি
পৃথিবীর রুপ-রস-গন্ধ নিতে পেলনা,
যারা শ্বেত শুভ্র বুকের দুধকে
চেটে খাওয়ালো রাস্তার ভিখিরি কুকুরকে
তাদের কোনো ক্ষমা নেই !
ত্যগের বসন পড়ে,অথচ মোহ নিয়ে-
ধর্মকে যারা স্বার্থের হাতিয়ার বানায়
তাদের বিষ দাঁত তুলে ফেলো এক্ষুণি।
নইতো তাদের বিষবাষ্প,নিঃশ্বাসে-বিশ্বাসে
আর্সেনিকের মতো জমে হবে পাষন্ড!
নজরুল-লালনের সম্প্রীতির গান
ওদের চৈতন্য ফেরাতে পারেনি আজও !
কবিরের দোঁহা,চৈতন্যের ভক্তিগীতি,
মুখ লুকানোর ঠাঁই খোঁজে লজ্জায়।
তাই ঠিক এক্ষুণি,হ্যাঁ ঠিক এক্ষুণি
মানবতার কাছে করি আহ্বান
এসো চেতনার আগুনে
এসো আত্মবিশ্বাসের কুঠারাঘাতে,
ধ্বংস করি ওদের ধর্মের জিগীর
বেঁচে থাকি শুধূ মানুষ পরিচয়ে।