তুমি এসে দিলে উঁকি
জ্বলে গেল মনে বাতি।
কাল ছিলে কত আপন
আজ তুমি শুধু স্বপন।
হৃদয়ে প্রতি তারে তারে
বেঁধে ছিলে তুমি মোরে।
ফাঁকি দিয়ে গেলে দূরে
কেন ঠাঁই নিলে ওপারে!
মনে হয় আমি ঋণী
হৃদয় রাজ্যে তুমি ধনী।
রাত দিন তুমি হেথা
দিচ্ছো খুব মনে ব্যথা।
কিযে ব্যথা দিলে তুমি
হন্যে হয়ে খুঁজি আমি।
উৎস মুখ আছে কোথা
যেথা ভাবি সেথায় ব্যথা।
ভাবি যখন আমি একা
স্মৃতি এসে করে দুকা।
খালি চোখে আমি খোকা
বন্ধ চোখে করো বোকা।
কে তুমি মনো লোভা
রাতে এসে দাও শোভা।
ছুঁয়ে যাও তুমি মোরে
আমি গেলে যাও সরে।
জানি তুমি থাকো হোথা
খোলা চোখে যাবেনা দেখা।
বন্ধ চোখেই এসো তুমি
ভুল করেও ছুঁবোনা আমি।