কবিরা হেঁয়ালি করতে পছন্দ করে জানি! তাই একটু গুরুগম্ভীর ভাব থেকে সরে এসে কিছু হেঁয়ালি রচনা করে ফেললাম।হেঁয়ালি গুলির উত্তরের আশায় রইলাম।উত্তর প্রত্যেকের কমান্ট বক্সে কাল মিলবে।
============================
(১)             হা মুখে ঘা নাই
                  চাই শুধু আরো
                  নাগাল না পাই
                  জিভ উল্টে ধরো।

(২) কথা বলি মেপে
     মধু আছে যাতে
     যায় যদি ক্ষ্যেপে
     লাগে ভয় আঁতে।

                     (৩)  মুখ থেকে কলি
                            খসে গেলে পড়ে
                            হয়ে যায় অলি
                            প্রেম হয়ে ঝড়ে।

(৪)  মন কর জয়
      ভয় কিসে ভাই
      মিথ্যা কভু নই
      আছে তব সায়?

                    (৫)   পেট মোটা বাবু
                           মুছ থাকে এত্তো
                           দৌড় দিলে কাবু
                           হাত পাতে যত্তো।

(৬)  খেলা হবে শুনে
      শেষ শব্দ গানে
      তালি ডেকে আনে
      ভাবে সবে মনে।