ওরে জননেতা তুই দেখি অভিনেতা
করিস অভিনয় ক্ষণে ক্ষণে ছলে বলে
আমার নাকি কোন এক্তিয়ার নেই
তোর মুখের ওপর জবাব চাওয়ার।
উৎকোচ নেওয়া অন্যায় নই তোর
সেতো সম্পদ বৃদ্ধির অন্য উপায়!
অথচ তোর ভাগ্য নির্ধারণ
আমিই করি আগত ভোটে
আমার এজলাসে,আমার ইজাজাতে
সর্বহারার স্লোগান থাকে ঠোঁটে।
তুইতো ছুপা রুস্তম,তোর ওয়াদা ঝুটা
তোর জবান ওয়াজিব কতখানি?
ওয়ারিশতো আমিও ছিলাম সেদিন
কিন্তু ওয়াস্তা করিনা তোর দানের।
আমার কদম থামবে না জুলমি
তোর চাবুক ও খড়্গের,জুলুমে।
কদর তুই করবি আমায় ঠিকই
যেদিন বুঝবি আমার অউকাদ;
কবজা করে রাখবি কদিন আর
হতভাগা মজলুমের স্বাধীকার।
ছোকরা ভেবে বাখরা ভাবিস না
আমি এখন অষ্টাদশে দিয়েছি পা
মাড়বো ছোবল,নেবো আমি খুবলে;
আছে যতো তোর শরীর অলঙ্কার
জবান একবার দিলে রাখি তার দাম
জবাই হলেও যায়না ভুলে সেই কথা।
জালিমের জুলুমে জিন্দা যদি নাই থাকি
পারবি আটকাতে জান্নাত ললাট থেকে!
জিহাদ আমার অটুট থাকবে জুলমি
যতদিন না নিশ্চিত হবে তোর জাহান্নাম।
জোশ আছে দিলে হোশ হারাবো না কভু
তোর পাতা ভ্রান্ত নীতির ফাঁদে
তদবির আমি করবো ততদিন
যত দিন ঝরবে শীর্ণ গায়ে ঘাম
তাগদ কত আছে তোর দেখি
আমার তাগিদ পারবি মুছে দিতে ?
তামাম বিশ্ব করবে তোর তামাশা
গাইবে কোরাসে আমার তারিফ
তোয়াজ করার রেওয়াজ নেই বুকে
খতবা পড়ে দেবো তোর খতনা
করবো আমি সব জুলুমের খতম।
ইবাদত তোর করবো সে দিন
যে দিন কাঙ্গালের হবি সহোদর
তুই দীনের পারবি কি হতে খলিল-
তবে রইলো আজ মানুষের দলিল।
খেতাব চাইনা কভু চাইনা খেদমত
খোয়াব আমি দেখিনা তো দুচোখে;
চুল-বুল করিস লম্পট চম্পট দেওয়ার তরে
ছেদোঁ কথার বোঁদেতে ভরবে না আমার গরল।
কবজা করে রাখবি কদিন আমার স্বাধিকার
কবুল তোকে করতেই হবে আমার অধিকার।
সাম্যবাদের আরশি ভেঙ্গে
পাবি নাকো পার কোন দিন
কয়েদ তোকে করবো দেখিস
জনতার এজলাসে;
করুণা তোর চাইনা আমি
চাই অধিকার হাজার বার।
কলমা তোকো পড়াবোই মনুষত্যের
বলবি সেইদিন এক ইনসান জিন্দাবাদ।