[ আসরে আমার প্রথম লিমেরিক,প্রথম প্রচেষ্টা,জাত-পাত কে কটাক্ষ করে।]
------------------------------------------------
💠 লিমেরিকঃ ১

তুই কি সাবান স্যাম্পু মাখিস ?
কোন সাহসে রাজার কাছে আসিস !
রাজা যে ব্রাহ্মণ
প্রজা তুই রাবণ
কোন এলেমে রাজার পাশে বসিস !

💠 লিমেরিকঃ ২

জাত যাবে শ্মশান খালে
জাত যাবে গড়ের আলে
পুড়বে দেহ
পচবে কেহ
মিশবি শেষে এক ভুবনতলে।