--------------------------------------------
জ্ঞান কবে হবে হে ?
কবে-
কবে জ্বলবে বাতি।
মাথার ভিতর গোবরে পোকা
কবে দূর হবে বল দেখি।

গ্রন্থ কি আল্লা এনেছে ?
আছে কি ধর্ম
আল্লা বা কোরাণের !
বিভেদ করে কি তারা
করে কি অবিশ্বাস
ব্রহ্মান্ডের প্রাণীদের ?

দিয়েছে কি তুলে
কিংবা কোমরে গুঁজে
কোনো বন্দুক তরবারি,
বলেছে কি সে
ধর থেকে মুন্ডু কেটে
আন আমার চরণে।

আছে কি ধর্ম বসুন্ধরার
ফল-মুল,গাছ-গাছালির!
আছে কি বিভেদ
রক্তের রঙের
আব্রাহাম,ইব্রাহিমের।

মেটায় পিপাসা যে বারি
ডাকিস তো অনেক নামে
জল,পানি কিংবা ওয়াটার
তারা কি আলাদা সব
আল্লা,ভগবান,গড কি  ভিন্ন ?
তারাও সব এক, জলের মতো।

যখন সব উত্তরই না
তবে মিছে কেন করিস হানাহানি
ছুটিস নিয়ে বন্দুক,ত্রিশূল,তরবারি
করতে মানুষের ধরাসায়ী
ঝরাতে আপন রক্ত
করতে আপনারে হানি।

ধর্ম নেই
কোরাণ বাইবেলের
ধর্ম নেই
আল্লা ভগবানের
তাইতো তাঁরা গ্রহণ করে সবার;
ধর্ম আছে শুধু তোর আর আমার !
তাই বিভেদ-প্রত্যাখ্যান হয় বারবার।