******************************

ধর্ম আজ হচ্ছে ট্যাগ রাজনীতিতে
ধর্ম আজ হচ্ছে  ট্যাগ খাদ্যনীতিতে
ঘাস নাই দেশতো মরু
হাম্বা ডাকে কাঁদছে গরু
রাজা তবু চলছে  দেখো দর্পনীতিতে।


ধর্ম পাচ্ছে অক্সিজেন খেলার মাঠে
ধর্ম পোড়াচ্ছে কার্বন শ্মশান ঘাটে
ঝুলছে ধর্ম টিকির চুলে
গড়ছে বর্ম টুপির তলে
বট গাছের ডালে পেঁচা ডাকে আঁড়ে।


ধর্ম মোহে হচ্ছে বাতিল ইতিহাস
স্বণাক্ষরে পাচ্ছে ঠাঁই যত পরিহাস
অবৈজ্ঞানিক যত থিসিসে
বিজ্ঞাপিত হচ্ছে যে ফিজিক্সে
মুক্তমনা অসহ্যে করে হাঁসফাঁস।


******************************