এই নিখিল বিশ্ব সৃষ্টি করেছেন স্রষ্টা
সকল রসদ দিয়ে সজ্জিত এই ধরা;
অনন্ত বুদ্ধি ও এলেম দিয়েছেন ভরে
তবুও মানুষ মত্ত আছে হিংসা বিদ্বেষে।
স্বার্থের নিকট ভীষণ অন্ধ দানব সে
হানাহানি করতে মত্ত, উড়ায় ফানুষ;
জীবনের গতি গড়িয়ে চলে নিম্ন পানে
প্রত্যাশা ফুঁড়তে চায় নীল ঊর্ধ্ব গগন।
মনের খাতায় প্রেমের কোন জোট নেই
প্রেম আজ স্বার্থের হাতে পড়েছে ধরা;
ভক্তি শুধু সফেদ নগ্ন দেহের ওপর
হিজাবে ঢাকা হৃদয়ের প্রেম নিরাশ্রয়।
হায়না যেমন মাংসের টুকরোয় মত্ত
দাঁতচেপে নিজস্ব ভাগ পাওয়ার জন্য;
মানুষ তেমনই মেদিনীর বুক চিরে
কাঁটাতার গাঁথে স্বার্থের দাবানল ভরে।
দুর্গা দুর্গতি নাশিনী আসে কৈলাস থেকে
কাশফুলের নরম ছোঁয়ায় যায় ভুলে;
অসুর, কসুর করেনা ছলনা করতে
দেবী অঞ্জলি নিয়ে নিজধামে যায় ফিরে ।