রাত্রি হারিয়েছে তার কৃষ্ণাভ দেহ
প্রভাত মেতেছে আলোর হিমবাহ গায়ে মেখে
বাতাসে উচ্চাঙ্গ গীতি গায়তে গায়তে
এসেছে পৃথিবীর কোলে।
ধরণী পরেছে আলোর কুমকুম
হাঁসেরা পাতিয়েছে মিতালী জলের সাথে;
জুঁই ফুল বিলিয়েছে তার মনোহর গন্ধ
হাওয়ার ছন্দে তালে তালে নেচে ।
বন্ধ্যা কুপাই ঐ-
ধরেছে গর্ভে,সীমাহীন জলরাশি
বর্ষা রাজার মাদকতার বশে।
জীবনের সারি গান
সুর ধরেছে বীণাতে ঐ
ভুলে মরণের ডাক ;
দুপুর পরেছে পায়ে,নিটোল রোদ্দুর নূপুর।
অর্স্তগামী বিকেল,যুবতীর বেশে
নিয়েছে ওড়না,তার সুদর্শন বুকে;
সন্ধ্যা এসেছে ঘনিয়ে-
বনে বনে মল্লার সুরে
ঝিঁঝিঁ,ভেকেরা ধরেছে গান
বিরহিণী সাজুর।