বদলে গেছে এই সবুজ পৃথিবী
বদলে গেছে এই মুক্ত বাতায়ন
বদলে গেছে সমাজের প্রতিটি অস্থিমজ্জা
বদলাতে পারিনি আমার এই শিশু মনটা।
আমি যারে আমারই প্রতিবিম্ব ভেবেছিলাম
সেও গেছে বদলে সময়ের হাত ধরে,
যার সাথে বাক্যালাপে আমি তৃপ্তি পেতাম
স্বর্গীয় সুধা আস্বাদনের-
সেও গেল বদলে !
এখন তার প্রতিটি শব্দ যেন
বেয়নেটের সুতীব্র খোঁচা,
বাস্তবের লোভাতুর হাতছানির মায়াজাল
বাস্তবনার স্বপ্ন তার দুচোখ ভরে,
কুতুব মিনারের মতো তার উচ্চাশা
ছুঁতে চায় তারাদের পৃথিবী।
যাকে তুলনাহীন উপমা বলে ভেবেছি
মনে প্রাণে,
সে'ও আজ তার সাথী খুঁজে নিয়েছে
আমার বিশ্বাসকে ভিখিরি বানিয়ে।
বদলে গেছে ওই স্বপ্ন নগরী
বদলে গেছে সেই চেনা নদীও
বদলাতে পারিনি শুধূ আমি !
মোর ভালোবাসা,ভালোলাগার কমলগুলি
আগুনের ফুলকি ওড়ায় শূন্যে।