এসো হে নূতন,করিবো যতন
মনের উষ্ণ অর্ভ্যথনা দিয়ে
রাখিবো বাঁধিয়া পরান ডোরে।।
মানবীয় প্রেম-প্রীতি বাড়াতে-
তুমি এসো দেব দূত হয়ে এ জগতে
গোলাপের প্রফুল্ল জলসা লয়ে প্রাণে।।
কবিরের দোঁহা,করিওনা ধোঁয়া
উড়িতে দিওনা আকাশে বিফলে-
মনে আনো শুভ্রতার ছোঁয়া।।