বিশ্বাস ভাঙ্গছে আজ প্রতি ক্ষণে ক্ষণে
অবিশ্বাসের খড়্গ উড়ছে আজ রণে।
মানুষ হচ্ছে আজ পশুর চেয়ে অধম
রক্ত পিয়াসী মনের থামেনা কদম।
বারুদ হয়ে প্রতিশোধ জমছে মনে
প্রজাপতি আনমনে মধু নেয় বনে।
বর্ষার বীর্য বাস্পে শৌর্য নেই ম্যাচিসে
রাজ চুরুট তবু জ্বলছে দেখো অফিসে।
অ্যাড্রিনালিন ক্ষরণে ভীষণ অস্থির
কোন শক্তি করবে তাকে ধীরস্থির।
ধুম্র আগুনে ধর্মের ঘি,ঢালছে ঐ শয়তান
আগুন জ্বললে পরে ধরবে সে ঐক্যতান!
-------------------