আমি জানি
এই পৃথিবী ছেড়ে যেতে হবে একদিন
অজানার উদ্দেশে
সেদিনও যেন, ধরে রাখে এই মন
এই রূপসী বাংলার চিত্র।

কারোর চোখের জলে
পিচ্ছিল  হয়না যেন সেই পথ ;
যে পথ ধরে আমি যাবো-
অজানার উদ্দেশে
বাঁশ, অশ্বত্থের মর্মর ধ্বনি
কাক,বক,দোয়েলের ব্যস্ততার মাঝে
যেতে পারি যেন আমি
এটাই যেন হয়, আমার পাথেয়।

আমার মৃত্যুর পর
এই নশ্বর দেহকে,কবরস্থ করা হয় যেন
এই রূপসী বাংলার বুকে।

যদি নতুন কোন জন্ম থাকে
চাইবো বিধাতার কাছে,
আবার যেন ফিরে আসি
এই রূপসী বাংলার মাঝে।



রচনাকালঃ ০৬/০৭/১৪০৭
       স্থানঃ জয়পুর