আমায় আগলা ভাই আগলা
আমি হয়েছি যে পাগলা
তারে দেখে-
আমি আগত-বিগত করেছি স্বাগত
সঘন-গহন রজনী তারে দিয়েছি তুলে
সম্বিৎ ভুলে-
তার চপল চরণ মধূর বুলি
রেখেছি যত্নে স্মৃতিতে তুলি।।
দাঁড়িয়ে সামনে মনো হারায়
দেখেছি ছবি চোখের তারায়
আপন মনে-
আমি জীবন-মরণ দিয়েছি সঁপিয়া
মনের হরষে লিখেছি কবিতা
তারে দেখে-
আমি করেছি বপন,মনেরও স্বপন
তাহারও লাগি গহন রাতে
ভুলে মাটি-
সজল নয়নে রয়েছি চাহিয়া
তার বিরহ সজ্জা পরিয়া
আমার পরাণে তার
নিত্য সঞ্চরণ-
আমি ভালো-মন্দ তারে করেছি অর্পণ
করে শূন্য আপন মনের দর্পণ
তারে দেখে-