==========================
💚 লিমেরিকঃ ১
ময়না পাখি গয়না পরে
রইনা ঘরের কোণে ওরে
খই খাই
দই চাই
ডানা মেলে যায় বনে ফিরে ।


💔 লিমেরিকঃ ২
যদি ময়ূরের চোখের জল পানে
ময়ূরীর ঊষর গর্ভে প্রাণ আনে
বৃষ্টি আসে গর্জে
ময়ূর নাচে হর্ষে
ময়ূরী তাতে কান দেবে ক্যানে ?

==========================