সময় করেছে চুরি সেই শিশুবেলা
পুতুল নিয়ে বর-কনে বিয়ের খেলা
শিশু কালে বাঁশ তলায়
দোকান দোকান খেলা
যাবে কি ভোলা ? যাবেনা তা ভোলা!
স্মৃতি হয়ে রয়েছে জেগে জীবন মাঝে।
পায়না দেখতে সবুজ মাঠ,পদ্ম ফুলের মেলা
গাছ-গাছালি মিষ্টি বাতাস শিশির ভেজা বেলা।
দাড়িবান্দা,হা ডু ডু আর লাট্টু ঘুড়ি
ডাংগুলি ও মার্বেলর নেইকো জুড়ি;
জীবন থেকে হারিয়ে গেছে এইসব খেলা
টেলিভিশন নিয়েছে যে কেড়ে শিশু বেলা।
ঘুরেছি কতো বন্ধু জুটিয়ে পৌষ মেলায়
ভিড়ের মাঝে অপ্সরা কেউ নজর বাড়ায়
কদিন তাই দিচ্ছে শুধু মনকে নাড়া
নিজ মনে করতে প্রেম নেইতো মানা
প্রথম দেখায় এক যে মেয়ে নাম না জানা
দ্বিতীয় দেখায় হল তার নাম ঠিকানা জানা
...
...
তার পর হবে বিয়ে,সংসারের ঘানি টানা
ফ্ল্যাট,গাড়ি-বাড়ি জমাও যতো সোনাদানা।
একটি দুটি ছোটো পুতুল হাটি হাটি পা
আধো বুলি,মিষ্টি হাসি আর তুলতুলে গা
ভরবে মন,বাড়বে তবু ঝামেলা যতো
কদিন আর!ওরাও যাবে ওদের মতো!
খেলা শেষে দুজন শুধু রইলাম পড়ে
মরণ এসে ছিনিয়ে নেবে একজনারে
হারিয়ে যাবে,আসবে যেদিন আমার পালা
থাকবে শুধু আমার লেখা,এই জীবন বেলা।
--------------------------------------------
* পান্ডুলিপি