পদ্মা যমুনার ভাঙা দুই পার
        এক করিল কে ?
   আমার মনের আদর সোহাগ
        কারিয়া নিল সে।

সবার মতোই ভাবিয়াছি তারে
           সত্যি বলছি,
     বাজায়নি কোনো বাঁশি,
আমার দিকে তাকায়া সে জন
         দিল এমন হাসি,
    বলতে তারে ইচ্ছে হলো
    তোমায় বড্ড ভালোবাসি।

    কতই সময় চলিয়া গেল,
  এবার কবি আঁখি যে মেলো।
        ঐ দুরে দেখ কবি,
    তোমার দেখা মিথ্যে নারি।
       নৌকায় বাধিছে পাল,
    ছি ছি কি লজ্জা একি হাল।

   যাহার চোখের এমনও কথা,
  সে জন কবিরে দিয়াছে ব্যাথা।
       এ কোন সময় এলো,
নারিরে কেমনে বিশ্বাস করি বলো।