রমনি তোমার চাউনি দেখে
আঁকি তোমার মুখ,
রমনি তোমার গোলাপি ঠোঁট
আনতে পারে সুখ।

রমনি তোমার হরিণ চোখে
চশমা দেখি আটা,
তোমার ন্যায় পবিত্র রমনি
শুকনো হলুদ বাটা।

রমনি তোমার খোঁপায় বাধা
কালো চুলের হাওয়া,
লাগলে গায়ে মনে জাগে
ভালোবাসা পাওয়া।

রমনি তুমি হাট যখন
হাসে সূর্য হাসে,
পথের ফুল বলছে তোমায়
সিদরাতুল ভালোবাসে।