তোমরা কি কেউ বলতে পার
ধংস কেমন হয়,
ধ্বংসের পারে দাড়িয়ে নাকি মানুষ
নীতির ছড়া কয়।

মজা,মশকরা, নোংরামি
একই অর্থে নয়,
ধ্বংসের নদী পার করিল
বুকে বাঁধেনি ভয়।

নিজেরে মানুষ সবাই বলে
কজন বলে বুঝে,
ধংস নিশ্চিত জেনেও সবে
এই পথটাই খোঁজে।