ওগো দুখিনী,
তোমার বেদনার অশ্রু দিয়ে,
ভরালে এই ধরনি।
এই ধরনির মাঠে- ঘাটে যেদিকেই আমি তাকাই,
সর্বত্র চোখের অশ্রু দেখিতে আমি পাই।
মোরে বলে সবে ইহা কেবলই জল।
ইহা সবার নিত্য দিনের কর্ম করার বল।
কেউ দুখিনী দেখে না তাকায়া ঐযে আকাশ ভেদে,
এক রমনি কাঁদিতে আছে দুঃখ ভরা মনে।
কেউ দুখিনীর অশ্রু দিয়া ভরিতেছে তার পাত্র।
কেউ ধয় কাপর দুখিনী কেউ ধয় তার গাত্র।
দুঃখে অশ্রু এত প্রয়োজন আবার তারা মানুষ।
ওরে দেখ দেখ ঐ আকাশে উরছে,
বিশ্ব মোরলের নীতির ফানুস।