সখী রে
কোথা গেলি তুই  ডাকিয়া মোরে,
কোথা গেলি তুই অচেনা পথ ধরে,
ঘরের বাইরে যাসনে সখী আমারে একলা ফেলে।
সখী রে আমি যে ভিতু,আমি ভয় করি সেই নিত্য শিল্পী কে
যে মিথ্যা দিয়া অস্ত্র গরিল আঘাত করতে মোরে।

নিশিরকালে ডাকিয়া কহিলি তোমারে ভালো লাগে মোর এতো,
জানিনা এই এত কোথায় গিয়ে মুল্য দেবে কত।

সেদিন তুমি বলিয়াছিলে ভালো লাগলে কথা দিও,
আজও আমি তার উত্তরে জবাব দেয়নি যদিও।
তাওতো দেখি আমাদের মাঝে ভাবের বাজার বসে,
আদান প্রদান করিয়া বাজারি হাসিতে খুশিতে নাচে।

তোমার মনের রঙে কেন সখী আমারে সাজাতে চাও।
তোমার প্রেমের বাঁধনে কেন সখী আমারে বাধিতে চাও।
তুমি কি চাও সখী খুলিয়া বলো আমারে নিও না কেরে।