দয়া করে শুন হে রমনি
আমার মিনতি,
তোমারে লাগলো আমার নয়নে
অপরাধ তো করিনি।
কার চোখে কারে লাগে
বিধাতাই শুধু জানে,
তোমারে ভুলিবো এ কথা আমার
মনেতে যে না মানে।
খোদার কাছে মিনতি করি
দিবা রাত্রির কালে,
তোমারে যেন পাই গো রমনি
আমার জীবন হালে।
তোমারে পাইলে পূর্ণতা পাই
আমি ক্ষুদ্র জন,
স্ব ইচ্ছাই আমায় রমনি
দিও তোমার মন।