একশো কোটি মহাকাব্য লিখে ও তোমারে যে ভালোবাসি।
এই কথাটি প্রকাশ করতে পারবোনা বোধহয় -
অতপর তুমি জানলে আমি তোমারে ভালোবাসিনা।

আর আমি  কবিতা লিখে'ই
গেলাম।
তোমারে ভালোবাসি এই কথাটি বুজাতে -

তারপর একদিন পিছনে ফিরে দেখি
তুমি নাই -

তুমি নাই এই কথাটি কেমনে বিশ্বাস করবো আমি -
এইযে তুমি নামটা মাথায় আসলে -
আমার বক্ষে প্লাব হয়ে যায়-
চক্ষে আমার দরিয়া হয়ে - তুমি নামের স্রোত বয়ে যায়-

তুমি নামটা মাথায় আসলে'ই যেনো মাথায় আমার একটা পাহাড় ধসে পরে।

হৃদয়ে রক্ত ক্ষরণ হয়ে যায়।

এসবের ভিতরে ও কি তুমি নেই-

তারপর-
    আমি জানিলেম।
তুমি কখনও আমার ছিলেনা-

আর যেসব ভালোবাসা
ছিলো -

ওগুলো ছিলো অলিক কল্পনা-

অথবা প্রতারণা -