একবার ভাবি কাঁদবো আমি
কতদিন কাঁদিনা।
লোকে বলে মানুষ নাকি অতিশোকে পাথর হয়ে যায়।
আমার তেমন কোনো শোক নেই
শুধু তোমায় হারায়ে বুকের ভিতর পাথর হয়ে গেছে।
এখন আর বুকের ভিতরে কোনো পাশানীর জন্য দুঃখের নদী বয়ে চলেনা।
এই মানব শরীর টাকে পাথর মনেহয়।
অকরূণার শোকে পাথর হয়ে গেছে এই করুনের দেহ্।
একবার ভাবি কাঁদবো
কতশত দিন
বহুত দিন
হাজার দিন কাঁদিনা।
কতরাত দিবস রজনী জাগি আমি।
কতকিছু ভাবি আমি তার কথা ভাবিনা- তাহার কথা ভাবিনা।
তার জন্য - তাহার জন্য জাগিনা।
একবার ভাবি কাঁদবো
পাথর আমি তাহার জন্য আর কাদিনা।