আমার বক্ষে একটা টব ছিলো -
টবের  উপর একটি হৃদ নামের ফুলগাছ চাষ করছিলাম আমি -
তুমি সেই টবের উপর লাত্তি মেরে টবটাকে ভেঙ্গে দিলে -
গাছটাকে লাশ বানিয়ে শুইয়ে দিলে।
আর হৃদয় নামের ফুলটাকে মাটিতে পিসিয়ে দিলে।

ফুলগাছের চাষি এখন খুব অসহায় -
তোমার এই অমানবিক উৎপীড়নে হাহাকার করে-

আর তুমি সেই হাহাকার দ্যাখে হেসে বেড়াও
পুড়ো এই পৃথ্বী জুড়ে।