সখার বিরহে অন্তর হইলো আঙ্গার।
সই বলো এইসব কথা কারে আমি  কই।
কে বুজবো আমার যাতনা -
কে দিবো আমায় শান্তনা।
কে দেখবে আমার ক্রোন্দন।
কে দিবে আমায় সখার মতো এক বুক ভালোবাসার
বন্ধন-

সখার আছে খুব শান্তি -
আমার শুধু  এক বুক বিষাদ-
আর বিষন্ন এই ক্লান্তি।

সখার স্বামীর অট্টলিকা।
আমার মাটির বাড়ি-
মাটির ঘরে যাবো আমি -
মাটি যে আমার আপন ঘাটি।

সখা খুব সুখে আছে-
আমার শুধু  দুখ-

আমার দুঃখ বলিকারে -
বিরহ্ বেদনা কে বুজে-
সবাই তো সুখ খুজেঁ -

সখি সুখের মাঝে হারিয়ে থাকো।
থাকো কেবল তোমারে যে সুখ বিলায়।
তোমার সুখময়ী সখারি সঙ্গে।

বিরহিনী হয়ে আমি -
দুঃখে মাতি।
দুঃখের সাথি।
ওগো দুঃখের হলি খেলি আমি।
বেদনা  এসে দুঃখের রং মেখে দেয় আমার বিরহি
অঙ্গে।
অভিমানিনী  তুমি কেবল সুখে থাকো তোমার যে সুখে রাখে তোমার সুখময়ী সখারী সঙ্গে।
সখী তোমার সুখে'ই সুখী আমি।
কেমন সুখে আছি ওগো জানে অন্তর
জানে অন্তর্যামী ।

প্রেম ভিখারি হয়ে আমি আমার আপনার'ই যাচি।
শুন্য পথের পথিক আমি শুন্য হয়েই থাকি।
হায়রে শুন্য হয়েই আছি।

বহুকাল পরে যদি আবার দেখা হয় সখি।
যদি তোমার প্রশ্ন থাকে কেমন আছি আমি।
সখি তুমি হারা প্রেম ভিখারী শুন্য পথিক।
কি উত্তর দিবে বলো।
তখন ও চোখের পানি করবে'রে ছলছল।
তব তখন ও যে উত্তর থাকে।

বক্ষে আমার অসহনীয় ব্যথা
চক্ষে নীল দরিয়া।
মুখে আমার বিলাপের শদ্ব।
খুব সুখে  আছি ওগো।
যেনো সুখে'ই যাই মরিয়া।