তোমারে ভালোবেসে তোমার ভালোবাসায় যেতে যেতে আমি যতদূর যাচ্ছি - আর তুমি সরে যাচ্ছো।
আমি তোমার প্রেমে প্রত্যয় এনে তোমার নিকটবর্তী যত কাছে যাই তুমি শুধু'ই সরে যাও।
আমি কি কখনও তোমার প্রেম ভঞ্জন করেছি?
আমি কি কখনও তোমার প্রেমের সাথে প্রতারণা করেছি?
তবে তুমি বারবার আমাদের প্রেম নিরসন করো কেন?
প্রেম-
প্রিয়তমা ভুলে যেয়োনা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান।
তনয়া-
আমি তোমার প্রেম গৌরব করি -
নন্দিনী -
তোমারে ভালোবাসে করিনা কোনো মানবীর দিকে
দৃষ্টিপাত।
আত্মজা -
বরং তোমারে ভালোবেসে হয়ে উঠি তোমার
প্রেমের বিশ্বস্ত এক প্রণয়ী।
প্রেম অবমাননা করে আমাকে করিয়োনা তুমি প্রতিষিদ্ধ।
অবশেষে-
শুনো কন্যা প্রেম আমার -
আমার উর্বর হৃদয়ে তোমার প্রেমের খুসবু সরিষা দানার মতো ছড়িয়ে ছিটিয়ে দাও।
এবং তোমার প্রনয় মেখে দিয়ে আমার বুকে প্রেম ফুল ফুটাও।
অতপর
তোমার প্রেম দিয়ে আমার বুকের অভ্যন্তর ভাগ শান্তি প্রশান্তি করে দাও।
কেননা -
আমি তোমার বিরহে তোমার নামেই করে যাই না পাওয়ার জিকির -
এক আদম সন্তান আরেক আদম সন্তানের জন্য যে
কত হাহাকার করে।
তোমারে ভালো না বাসিলে বুঝিতামই বা কেমনে!