আমার একলা দিন -
একলা দুপুর ভালো লাগেনা।
প্রিয় প্রিয়ন্তী এভাবে কেন নষ্ট করে দিয়ে গেলে আমার অস্তিত্ব -
ছেড়ে যখন যাইবাই আমারে-
আমারে মেরে ফেলে যাইতা।
আমি চেয়ে দেখতাম না তুমি কোথায় যাও কার সাথে যাও।
এখন কার সাথে তোমার উঠাবসা এখন কার সাথে তোমার
দিন রাত যাপন হয়।
আমারে এভাবে মড়ার আগে মারার কারন কী?
প্রিয় প্রিয়ন্তী বলো জবাব দাও-
কবিতায় জবাব দাও?
আমার কতরাত কতভাবে কত রঙের বিরহে যে কাটে।
সবচেয়ে শ্রেষ্ঠ - সুন্দর নির্মম বিরহ তোমার দেওয়া বিরহ্ -
প্রিয় প্রিয়ন্তী তোমার দেওয়া বিরহ্।
কত সময় আমার কেটে যায় হেলায় অবহেলায় অবেলায়।
কতটা নিঃস্ব হয়ে গেছি যে
তোমারে হারায়ে - তুমি হীনতায়।
তুমি জানোনা - তুমি জানোনা।
তুমি জানলেনা।
কতটা ব্যথিত যাতনায় - কতটা ক্লিষ্ট বেদনায় যে আমার দিন - রাত যাপিত হয় -
তুমি জানলেনা।
আমার কিছু ভালো লাগেনা-
দিন ভালো লাগেনা - রাত ভালো লাগেনা -
আনন্দ - উৎসব কিছু ভালো লাগেনা।
আমার এখন দুনিয়াবী কিছুই ভালো লাগেনা-
আমি তো উৎসব বলতে তোমারেই বুঝতাম।
কেনো ছেড়ে গেলে আমারে।
প্রিয় প্রিয়ন্তী কেনো ছেড়ে গেলে আমারে?
আমার পাওয়া না পাওয়ার ভিতরের বিয়োগ পাখী জবাব দাও-
কবিতায় জবাব দাও-
কবিরে জবাব দাও?