পৃথিবীর সব প্রেম যেনো বিরহ হয়ে যায়।
সব গান যেনো বিচ্ছেদের সুরে বাজে।
প্রণয়িনী প্রেমে তোমার দর্শন না পেলে।
নয়ন মনি তুমি নয়নের অন্তরাল হলে।
প্রেমময়ী সখা হৃদয় মম -
ভালোবেসে প্রেম দিয়ে
এই শঙ্কিত ললাট।
বিহ্বল কপোল।
ব্যাকুল ওষ্ঠ'তে চুমি একে দাও।
নচেৎ পৃথিবীর সব প্রেমই বৃথা অনর্থক অসত্য হয়ে যাবে।